Noakhali.city

History and Tradition of Noakhali

Trickblogbd.com banner ad
Trickblogbd.com banner ad
উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন

নোয়াখালীর আয়তন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের তালিকা

Spread the love

প্রাণের জেলা নোয়াখালী সম্পর্কে জানার আগ্রহের কোনো কমতি নেই। চচলুন, আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। আজকে জানবো এই জেলার আয়তন, জনসংখ্যা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সম্পর্কে।

নোয়াখালীর আয়তন ও জনসংখ্যা

নোয়াখালী জেলার মোট আয়তন ৪২০২ বর্গ কিলোমিটার। নোয়াখালী জেলায় মোট ৩৪,৮০,০০০ লোক বাস করে।

উপজেলা

নোয়াখালী জেলায় মোট ৯টি উপজেলা রয়েছে। তালিকা হিসেবে নিচে উপজেলাগুলোর নাম তুলে ধরা হলো।

১) নোয়াখালী সদর
২) বেগমগঞ্জ
৩) চাটখিল
৪) কোম্পানীগঞ্জ
৫) হাতিয়া
৬) সেনবাগ
৭) সুবর্ণ চর
৮) সোনাইমুড়ি
৯) কবিরহাট

নোয়াখালীর ইউনিয়ন
নোয়াখালীর উপজেলা

পৌরসভা

নোয়াখালী জেলার ৮ টি পৌরসভা রয়েছে। পৌরসভাগুলো হলো-

১) নোয়াখালী পৌরসভা
২) চৌমুহনী পৌরসভা
৩) চাটখিল পৌরসভা
৪) বসুরহাট পৌরসভা
৫) হাতিয়া পৌরসভা
৬) সেনবাগ পৌরসভা
৭) সোনাইমুড়ি পৌরসভা
৮) কবিরহাট পৌরসভা

আরো পড়তে পারেনঃ নোয়খালীতে কয়টি? | নোয়খালী সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন

ইউনিয়ন

নোয়াখালী জেলায় মোট ৯১ টি ইউনিয়ন রয়েছে। উপজেলা ভিত্তিক ইউনিয়নের তালিকা দেওয়া হলো।

নোয়াখালী সদর

নোয়াখালী সদর উপজেলায় মোট ইউনিয়ন ১৩টি ইউনিয়ন আছে। সেগুলো হলো-

১ নং চরমটুয়া
২ নং দাদপুর
৩ নং নোয়ান্নই
৪ নং কাদির হানিফ
৫ নং বিনোদপুর
৬ নং নোয়াখালী
৭ নং ধর্মপুর
৮ নং এওজবালিয়া
৯ নং কালা দরাপ
১০ নং অশ্বদিয়া
১১ নং নেয়াজপুর
১৯ নং চর মটুয়া
২০ নং আন্ডারচর

বেগমগঞ্জ

বেগমগঞ্জ উপজেলার মোট ইউনিয়ন ১৬টি। সেগুলো হলো-

১ নং আমান উল্যাপুর
২ নং গোপালপুর
৩ নং জিরতলী
৪ নং আলাইয়ারপুর
৫ নং ছয়ানী
৬ নং রাজগঞ্জ
৭ নং একলাশপুর
৮ নং বেগমগঞ্জ
৯ নং মিরওয়ারিশপুর
১০ নং নরোত্তমপুর
১১ নং দূর্গাপুর
১২ নং কুতুবপুর
১৩ নং রসুলপুর
১৪ নং হাজিপুর
১৫ নং শরীফপুর
১৬ নং কাদিরপুর

চাটখিল

চাটখিল উপজেলায় মোট ইউনিয়ন ৯টি। সেগুলো হলো-

১ নং সাহাপুর
২ নং রামনারায়নপুর
৩ নং পরকোট
৪ নং বদলকোট
৫ নংমোহাম্মদপুর
৬ নং পাঁচগাঁও
৭ নং হাট-পুকুরিয়া ঘাটলাবাগ
৮ নং নোয়াখলা
৯ নং খিলপাড়া

কোম্পানিগঞ্জ

কোম্পানিগঞ্জ উপজেলার মোট ইউনিয়ন ৮টি। এগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

১ নং সিরাজপুর
২ নং চরপার্বতী
৩ নং চর হাজারী
৪ নং চরকাঁকড়া
৫ নং চরফকিরা
৬ নং রামপুর
৭ নং মুছাপুর
৮ নং চর এলাহী

সেনবাগ

সেনবাগ উপজেলার মোট ইউনিয়ন সংখ্যা ৯টি। নিচে সেনবাগের ৯ টি ইউনিয়নের নাম তুলে ধরা হলো।

১ নং ছাতারপাইয়া
২ নংকেশারপাড়
৩ নং ডমুরম্নয়া
৪ নং কাদরা
৫ নং অর্জুনতলা
৬ নং কাবিলপুর
৭ নং মোহাম্মদপুর
৮ নং বীজবাগ
৯ নং নবীপুর

হাতিয়া

হতিয়া উপজেলার মোট ইউনিয়ন ১১টি। এগুলো হলো-

১ নং চন্দনান্দি
২ নং হরণি
৩ নং সুখচর
৪ নং নলচিরা
৫ নং চরঈশ্বর
৬ নং চরকিং
৭ নং তমরদ্দি
৮ নং সোনাদিয়া
৯ নং বুড়ির চর
১০ নং জাহাজমারা
১১ নং নিঝুম দ্বীপ

সোনাইমুড়ি

সোনাইমুড়ী উপজেলায় মোট ইউনিয়ন ১০টি আছে। এগুলো হলো-

১ নং জয়াগ
২ নং নদনা
৩ নং চাষীরহাট
৪ নং বারগাঁও
৫ নং অম্বরনাগর
৬ নং নাটেশ্বর
৭ নং বজরা
৮ নং সোনাপুর
৯ নং দেওটি
১০ নং আমিশাপাড়া

কবিরহাট

কবিরহাট উপজেলার মোট ইউনিয়ন সংখ্যা ৭টি। যথঃ

০১ নং নরোত্তমপুর
২ নং সুন্দলপুর
৩ নং ধানসিড়ি
৪ নং ঘোষবাগ
৫ নং চাপরাশিরহাট
৬ নং ধানশালিক
৭ নং বাটইয়া

সুবর্ণচর

সুবর্ণচর উপজেলায় মোট ইউনিয়ন ৮টি। এগুলো হলো-

১ নং চর জব্বর
২ নং চরবাটা
৩ নং চরক্লার্ক
৪ নং চর ওয়াপদা
৫ নং চরজুবলী
৬ নং চর আমানউল্যাহ
৭ নং পূর্ব চরবাটা
৮ নং মোহাম্মদপুর

আশা করি, নোয়াখালী সম্পর্কে উপরের তথ্যগুলো আপনাদেরকে সাহায্য করবে। কোনো অরকার ভূল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

আমি হাবিবুর রহমান। পেশায় একজন শিক্ষক। একই সাথে ট্রিক ব্লগ বিডির প্রতিষ্ঠাতা। ব্লগিং করতে ভালো লাগে। মানুষকে নিজের জানা বিষয়গুলো জানাতে আনন্দ পাই। আমার লেখা পড়ে কারো বিন্দু মাত্র উপকার হলেই আমি স্বার্থক।