নোয়াখালী নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তাই নোয়াখালীতে কোন জিনিস কয়টি আছে? সেই প্রশ্নগুলোর উত্তর একসাথে তুলে ধরলাম।
নোয়াখালী কয়টি উপজেলা?
নোয়াখালী জেলা মোট ৯ টি উপজেলা রয়েছে:- ১. নোয়াখালী সদর ২. বেগমগঞ্জ ৩. সোনাইমুড়ী ৪. চাটখিল ৫. সেনবাগ ৬. কোম্পানীগঞ্জ ৭. কবিরহাট ৮. সুবর্ণচর ও ৯. হাতিয়া
নোয়াখালী জেলার থানা কয়টি?
নোয়াখালীতে ৯ টি থানা রয়েছে।
নোয়াখালীতে কয়টি আসন?
নোয়াখালীতে ৬টি সংসদীয় আসন রয়েছে।
নোয়াখালী ইউনিয়ন কয়টি?
নোয়াখালী জেলায় মোট ৯১ টি ইউনিয়ন আছে। উপজেলা ভিত্তিক ইউনিয়ন সংখ্যা দেওয়া হলো। ১. নোয়াখালী সদর (১৩ টি), ২. বেগমগঞ্জ (১৬ টি) ৩. সোনাইমুড়ী (১০ টি) ৪. চাটখিল (৯ টি) ৫. সেনবাগ (৯ টি) ৬. কোম্পানীগঞ্জ (৮ টি) ৭. কবিরহাট (৭ টি) ৮. সুবর্ণচর (৮ টি) ও ৯. হাতিয়া (১১ টি)
নোয়াখালী পৌরসভা কয়টি?
নোয়াখালীতে ৮ টি পৌরসভা রয়েছে। যথাঃ ১. নোয়াখালী পৌরসভা ২. চৌমুহনী পৌরসভা ৩. সোনাইমুড়ী পৌরসভা ৪. চাটখিল পৌরসভা ৫. সেনবাগ পৌরসভা ৬. বসুরহাট পৌরসভা ৭. কবিরহাট পৌরসভা ৮. হাতিয়া পৌরসভা
নোয়াখালীতে কয়টি মৌজা?
নোয়াখালীতে মোট ৮৮২টি মৌজা রয়েছে।
নোয়াখালীতে কতটি গ্রাম আছে?
নোয়াখালী জেলায় সর্বমোট ৯৬৭টি গ্রাম রয়েছে।
নোয়াখালীর আয়তন কত?
নোয়াখালী জেলার মোট আয়তন ৪২০২.৭০ বর্গ কিলোমিটার।
নোয়াখালী কোন বিভাগে অবস্থিত?
নোয়াখালী চট্টগ্রাম বিভাগে অবস্থিত।
নোয়াখালীতে কতটি মহল্লা রয়েছে?
নোয়াখালী জেলায় মোট ১৫৩ টি মহল্লা রয়েছে।
নোয়াখালী জেলায় কয়টি ওয়ার্ড আছে?
৭২ টি।
আরো পড়ুন- নোয়াখালীর আয়তন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের তালিকা
তালিকাটি সম্প্রসারণের কাজ চলছে…….
ভাই নোয়াখালী সদর উপজেলার ইউনিয়ন সম্পর্কে আপনার মনে হয় একটা ভুল হয়ছে। আপনি লিখেছেন সদর উপজেলা ২০ টি ইউনিয়ন। প্রকৃতপক্ষে ১৩ টি ইউনিয়ন। দয়াকরে সংশোধন করবেন।
ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ৷ আমরা তথ্যটি সংশোধন করে নিয়েছি।