প্রিয় নোয়াখালী বাসী, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করতে যাচ্ছি। যেটি এর আগে অনলাইনে কেউ করেনি। তা হলো নোয়াখালী সেহরি ও ইফতারের সময়সূচী ।

আমরা আশা করব, এই সাহরি ও ইফতারের ক্যালেন্ডারটি আপনাদের খুবই কাজে আসবে। আপনারা কমেন্ট, শেয়ার করে আমাদের কাজকে আরো উৎসাহিত করতে পারেন।
Table of Contents
নোয়াখালী সেহরি ও ইফতারের সময়সূচী ২০২০
২০২০ সালের রমযান শুরু ২৫ শে এপ্রিল। এখানে ২৫ শে এপ্রিল ১ম রমজান হিসেবে সময়সূচিটি দেওয়া হলো। রোজার এই ক্যালেন্ডারটি ইসলামিক ফাউন্ডেশনের রমযানের ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী করা হয়েছে।
এ বছর নোয়াখলীর সেহরির সময় ঢাকার সময় থেকে ১ মিনিট কম। আর ইফতারের সময় ঢাকার সময় থেকে ৪ মিনিট কম। সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ও ফজরের আযান সুবহে সাদিকের ৩ মিনিট পর ধরা হয়েছে। মোট সতর্কতামূলক সময় ৬ মিনিট।
আর ইফতারের সময় সতর্কতামূলক সূর্যাস্তের ৩ মিনিট আগে ধরা হয়েছে। নোয়াখালীর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২০ এর মধ্যে কোনো ভুল-ত্রুটি পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
রহমতের ১০ দিন
রমযান মাসের ১ম ১০ দিন রহমতের দিন। ১ম রমযান শুরু ২৫ শে এপ্রিল শনিবার এবং ১০ম রমযান ৪ঠা মে সোমবার। নোয়াখালী জেলার জন্য রহমতের ১০ দিনের সময়সূচী নিচে দেওয়া হলো।
বিঃদ্রঃ ১ম রোযা চাঁদ দেখার উপর নির্ভরশীল
রমযান | সেহরির শেষ সময় | ফজর | ইফতার |
০১ | ৪:০৪ মি | ৪:১০ মি | ৬:২৪ মি |
০২ | ৪:০৩ মি | ৪:০৯ মি | ৬:২৫ মি |
০৩ | ৪:০২ মি | ৪:০৮ মি | ৬:২৫ মি |
০৪ | ৪:০১ মি | ৪:০৭ মি | ৬:২৫ মি |
০৫ | ৪:০০ মি | ৪:০৬ মি | ৬:২৬ মি |
০৬ | ৩:৫৯ মি | ৪:০৫ মি | ৬:২৬ মি |
০৭ | ৩:৫৮ মি | ৪:০৪ মি | ৬:২৭ মি |
০৮ | ৩:৫৭ মি | ৪:০৩ মি | ৬:২৭ মি |
০৯ | ৩:৫৬ মি | ৪:০২ মি | ৬:২৮ মি |
১০ | ৩:৫৪ মি | ৪:০০ মি | ৬:২৮ মি |
মাগফেরাতের ১০ দিন
রমযান মাসের ২য় ১০ দিন মাগফেরাতের দিন। ১১তম রমযান শুরু ৫ই মে মঙ্গলবার এবং ২০তম রমযান ১৪ই মে বৃহস্পতিবার। নোয়াখালী জেলার জন্য মাগফিরাতের ১০ দিনের সময়সূচী নিচে দেওয়া হলো।
রমযান | সেহরির শেষ সময় | ফজর | ইফতার |
১১ | ৩:৫৩ মি | ৩:৫৯ মি | ৬:২৯ মি |
১২ | ৩:৫২ মি | ৩:৫৮ মি | ৬:২৯ মি |
১৩ | ৩:৫১ মি | ৩:৫৭ মি | ৬:৩০ মি |
১৪ | ৩:৫০ মি | ৩:৫৬ মি | ৬:৩০ মি |
১৫ | ৩:৪৯ মি | ৩:৫৫ মি | ৬:৩১ মি |
১৬ | ৩:৪৯ মি | ৩:৫৫ মি | ৬:৩১ মি |
১৭ | ৩:৪৮ মি | ৩:৫৪ মি | ৬:৩২ মি |
১৮ | ৩:৪৮ মি | ৩:৫৪ মি | ৬:৩২ মি |
১৯ | ৩:৪৭ মি | ৩:৫৩ মি | ৬:৩২ মি |
২০ | ৩:৪৭ মি | ৩:৫৩ মি | ৬:৩৩ মি |
নাজাতের ১০ দিন
রমযান মাসের শেষ ১০ দিন নাজাতের দিন। ২১তম রমযান শুরু ১৫ই মে শুক্রবার এবং ৩০তম রমযান ২৪ই মে রবিবার। নোয়াখালী জেলার জন্য নাজাতের ১০ দিনের সময়সূচী নিচে দেওয়া হলো।
রমযান | সেহরির শেষ সময় | ফজর | ইফতার |
২১ | ৩:৪৬ মি | ৩:৫২ মি | ৬:৩৩ মি |
২২ | ৩:৪৬ মি | ৩:৫২ মি | ৬:৩৪ মি |
২৩ | ৩:৪৫ মি | ৩:৫১ মি | ৬:৩৪ মি |
২৪ | ৩:৪৫ মি | ৩:৫১ মি | ৬:৩৫ মি |
২৫ | ৩:৪৪ মি | ৩:৫০ মি | ৬:৩৫ মি |
২৬ | ৩:৪৩ মি | ৩:৪৯ মি | ৬:৩৬ মি |
২৭ | ৩:৪৩ মি | ৩:৪৯ মি | ৬:৩৬ মি |
২৮ | ৩:৪২ মি | ৩:৪৮ মি | ৬:৩৭ মি |
২৯ | ৩:৪২ মি | ৩:৪৮ মি | ৬:৩৮ মি |
৩০ | ৩:৪১ মি | ৩:৪৭ মি | ৬:৩৮ মি |
তথ্যসূত্রঃ ইসলামিক ফাউন্ডেশন
নোয়াখালী জেলার আজকের সেহরী ও ইফতারের সময়সূচি নিয়ে আর কোনো চিন্তা থাকলোনা। প্রত্যেক বছরের জন্য এই পেজে সেহরি ও ইফতারের সময়সূচি দেওয়া হবে। তাই পেজটি বুকমার্ক করে রাখতে পারেন।
এই পোস্টটি শেয়ার করে সবাইকে ক্যালেন্ডারটি নেওয়ার জন্য সুযোগ করে দিন।