নোয়াখালী ভাষা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আজকে আমরা নোয়াখালী ভাষার কবিতা “আঙ্গো বাই নোয়াখালী” নিয়ে হাজির হলাম।
———— আঙ্গো বাই নোয়াখালী —————
—————–✍ সুজন আহমেদ তুষার ——-———-
হাতিয়া তুন লক্ষীহুর
বেগ্গান আই চিনি,
নোয়াখালীর হোলা আই
ইয়েন বুইজ্জনি?
নোয়াখাইল্লা ভাষা জানে না
খুব কম এইচ্ছা মানুষ,
জন্মদিন, উৎসবে আন্ডা
রাইচ্ছা উড়াই ফানুস।
নোয়াখালীর নিঝুম দ্বীপ
হরিণের বাসা,
হাজার, লক্ষ হরিণে
হুরা দ্বীপ ঠাসা।
নোয়াখালীর রূপ- তামাশা
কি কমু ভাই?
যে দেখে হেতে কয়
আঁর হরান জুড়ায় যায়।
পানিরে আন্ডা হানি কই
হিয়েন বেকে জানে,
নোয়াখাইল্লা ভাষা যে আল্দা
হিয়ান সবাই মানে।
হক্কল দেশে, হক্কল জেলায়
আছে নোয়াখালীর হোলা, ম্যাইয়া
পড়ালেখা, চাকরিবাকরি করে চলে বেকে
সবাইর মন জয় করাইয়া।
আঁর বাই নোয়াখালী
হাতিয়ার হোলা আঁই
বেকের লগে মিলেমিশে চলি
কারো লগে মনকালাকালি আঙ্গো নাই।
যত সুনাম করমু আঙ্গো নোয়াখালীর
অইবো হেত অল্প,
আইজ্জা নোয়াখালীরে লই ছোট কবিতা বানাইছি
হরে না হয় কমু গল্প।
নোয়াখালী ভাষার কবিতা “আঙ্গো বাই নোয়াখালী”
নোয়াখাইল্লা কবিতা “আঙ্গো বাই নোয়াখালী”। এটি লিখেছেন গ্রুপের একজন মডারেটর “সুজন আহমেদ তুষার”।
তিনি কবিতাটিতে নোয়াখালী সম্পর্কে কিছু অসাধারণ বর্ণনা দিয়েছেন। আশা করি, সবার কবিতাটি ভালো লেগেছে। নোয়াখালী সিটির সাথেই থাকুন।