Noakhali city

History and Tradition of Noakhali

Uncategorized

নোয়াখালী কিসের জন্য বিখ্যাত | ২ মিনিটে জেনে নিন

Spread the love

নোয়াখালী কিসের জন্য বিখ্যাত

নোয়াখালী কিসের জন্য বিখ্যাত? প্রশ্নটি সচরাচর অনেকেই করে থাকেন। প্রশ্নটির উত্তর দেওয়া অনেকটাই মুশকিল। কারণ, নোয়াখালী বিশেষ এক-দুইটি কারণে বিখ্যাত নয়। বিভিন্ন কারণে নোয়াখালী বিখ্যাত।

নোয়াখালী কিসের জন্য বিখ্যাত
নোয়াখালী কিসের জন্য বিখ্যাত

প্রথমত নোয়াখালী জেলা তাদের ইউনিক ভাষার কারণে বিখ্যাত। এছাড়াও এই জেলায় বিভিন্ন জ্ঞানী-গুণী ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশের বৃহত্তম মেঘনা নদী এই জেলায় অবস্থিত। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে। ছোট্ট করে নিচে আলোচনা করা হলো।

নোয়াখালীর ভাষা

নোয়খালী জেলার মানুষের একটি নিজস্ব ঐতিহ্যবাহী ভাষা রয়েছে। এই ভাষার জনপ্রিয়তা সারা দেশ জুড়ে। মূলত নোয়াখালীর সবচেয়ে আকর্ষণীয় বিষয় সম্ভবত নোয়াখালীর ভাষা।

এই ভাষায় অসংখ্য নাটক, সিনেমা ও গান রচিত হয়েছে। এই ভাষার নাটকগুলোর মধ্যে বেশিরভাগ নাটকই কমিডি নাটক।

কৃতি ব্যক্তিত্ব

নোয়াখালী জেলায় অনেক জ্ঞানী গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তির নাম নিচে দেওয়া হলো।

 • বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন
 • ড. শিরিন শারমিন চৌধুরী- (বাংলাদেশের ১ম মহিলা স্পিকার)
 • চিত্তরঞ্জন সাহা -(প্রকাশক এবং বাংলা একাডেমী বই মেলার উদ্যোক্তা)
 • এ টি এম শামসুজ্জামান- (জনপ্রিয় টিভি অভিনেতা)
 • মুনীর চৌধুরী- (শহীদ বুদ্ধিজীবী)
 • তারিন- (টিভি অভিনেত্রী)
 • শবনম বুবলী- (অভিনেত্রী) প্রমুখ

এখানে সকল জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করলে আর্টিকেলটি অনেক লম্বা হয়ে যাবে। তাই এটি নিয়ে আলাদা একটি আর্টিকেল লিখা হবে। সেখান থেকে দেখে নিবেন।

আতিথেয়তা

নোয়াখালীর মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। এখানে আপনি একজন ফকির, মিসকিনের ঘরে গেলেও আপনাকে খালি মুখে বের হতে দেওয়া হবে। নিজে না খেয়ে হলেও আপনাকে তারা ঠিকই নাস্তা করাবে।

এদিক থেকে নোয়াখালী জেলা যতেষ্ঠ এগিয়ে। অন্য জেলায়ও এমন আছে। তবে নোয়াখালীতে অতিথিপরায়ণতা একটি ভিন্ন মাত্রা পেয়েছে।

দর্শনীয় স্থান

নোয়খালীতে কিছু ভালো ভালো দর্শনীয় স্থান রয়েছে। এই স্থানগুলো ঘুরে আসলে আপনার কাছে অনেক ভালো লাগবে। কিছু স্থানের নাম নিচে উল্লেখ করা হলো।

 • নিঝুম দ্বীপ
 • কমলা রাণীর দীঘি
 • কল্যান্দী সার্বজনীন দুর্গা মন্দির
 • মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি
 • কল্যান্দি জমিদার বাড়ি
 • গান্ধী আশ্রম ট্রাস্ট
 • মহাত্মা গান্ধী জাদুঘর
 • বজরা শাহী জামে মসজিদ
 • স্বর্ণ দ্বীপ
 • গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সোনাইমুড়ী

পিঠা

নোয়াখালী জেলায় বিভিন্ন রকমের পিঠা তৈরি হয়। এর মধ্যে নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা ও খোলাজা ইত্যাদি অন্যতম।

আরো বিভিন্ন বিষয় রয়েছে যেগুলোর কারণে নোয়াখালী বিখ্যাত। সময় স্বল্পতার কারণে এতটুকুই লিখলাম। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই আর্টিকেলটিকে আরো বড় করা হবে।

নোয়খালী সিটির সাথে থাকুন। আর নোয়াখালী সম্পর্কে বিস্তারিত জানুন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

আমি হাবিবুর রহমান। পেশায় একজন শিক্ষক। একই সাথে ট্রিক ব্লগ বিডির প্রতিষ্ঠাতা। ব্লগিং করতে ভালো লাগে। মানুষকে নিজের জানা বিষয়গুলো জানাতে আনন্দ পাই। আমার লেখা পড়ে কারো বিন্দু মাত্র উপকার হলেই আমি স্বার্থক।