নোয়াখালীর কৃতি সন্তানদের তালিকা করাটা খুবই কঠিন। নোয়াখালীতে কৃতি ব্যক্তিদের অভাব নেই। এসব গুণী ব্যক্তিরা সারাদেশের ও বিশ্বের কাছে নোয়াখালী জেলাকে তুলে ধরেছেন।
এখানে আমরা দেশের মুখ উজ্জ্বলকারী কিছু গুণী ব্যক্তির তালিকা তৈরি করছি। আমরা আগেই বলেছি, সব গুণী ব্যক্তিদের বা কৃতি সন্তানদের হয়তো তালিকায় আনা সম্ভব হবেনা। আমরা এর জন্য ক্ষমাপ্রার্থী।
তবে আমরা সর্বাধিক নোয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তিদের নামের তালিকা তৈরি করতে চাচ্ছি। এখানে কারো নাম বাদ পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেই ব্যক্তিকে তালিকায় যুক্ত করে দেওয়ার চেষ্টা করবো।
নোয়াখালীর কৃতি সন্তানদের তালিকা
- শহীদ বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন
- মাইনিং ইঞ্জিনিয়ার ওবায়েদ উল্যা
- আবদুল মালেক উকিল
- ব্যারিস্টার বদরুল হায়দার চৌধুরী– সাবেক প্রধান বিচারপতি
- রফিক উল্যা চৌধুরী– বঙ্গবন্ধুর একান্ত সচিব
- শহীদ বুদ্ধিজীবী এ.এন.এম. মুনীর চৌধুরী
- শহীদ সার্জেন্ট জহুরুল হক
- ওবায়দুল কাদের – মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
- ব্যারিস্টার মওদুদ আহমেদ– বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ
- ড. শিরীন শারমিন চৌধুরী– বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার
- আবদুস সালাম – ভাষা শহীদ (বর্তমান ফেনী জেলা, তৎকালীন নোয়াখালী জেলা)
- তারিন জাহান– জনপ্রিয় টিভি অভিনেত্রী
- শহীদুল্লা কায়সার– বাংলাদেশী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী (তৎকালীন নোয়াখালি ও বর্তমান ফেনী জেলা)
- চিত্তরঞ্জন সাহা– বাংলা একাডেমী বইমেলার উদ্যোক্তা
- জহির রায়হান– বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার (তৎকালীন নোয়াখালী ও বর্তমান ফেনী জেলা)
- শবনম বুবলি– বাংলাদেশী অভিনেত্রী
- জিয়াউল হক পলাশ– জনপ্রিয় টিভি অভিনেতা
- এটিএম শামসুজ্জামান– বাংলাদেশী অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার
- রবিউল ইসলাম জীবন- বাংলাদেশী গীতিকার ও সাংবাদিক
আরো পড়ুনঃ নোয়াখালীর মানুষের বৈশিষ্ট্য
এখানে আমরা উইকিপিডিয়া ও নোয়াখালীর সরকারি ওয়েবসাইট থেকে তথ্যসূত্র গ্রহণ করেছি। কোনো তথ্য ভুল থাকলে বা কারো নাম বাদ পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আরো পড়ুনঃ নোয়াখালী কিসের জন্য বিখ্যাত?
নোয়াখালীর কৃতি সন্তানদের তালিকা টি কেমন লাগলো? এটিকে কিভাবে সম্প্রসারণ করা যায় ও কি করলে এই তালিকাটি আরো আকর্ষণীয় হবে সে ব্যাপারে আপনাদের মন্তব্য আশা করছি।
Where is Name of Baristar Moudud Ahmed. Maybe You are
Forget all
Thanks for the suggestion.